Connecting You with the Truth

হিলিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

HILI 21 FEBRUARY UDJAPON NEWSরাসেল হাসান, হিলি প্রতিনিধি: হাকিমপুর উপজেলার হিলিতে মহান যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষ্যে শনিবার দিবাগত রাত ১২ টা ০১ মিনিটে প্রথম প্রহরে হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারের শহীদ বেদীতে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহারুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমানের নেতৃত্বে হাকিমপুর থানা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এর পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলীর নেতৃত্বে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এর পরে মেয়র জামিল হোসেন চলন্তের নেতৃত্বে হাকিমপুর পৌরসভার পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়,এর পরে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক শাহিনুর রেজা শাহীন ও পৌর আওয়ামীলীগের সম্পাদক হারুন উর রশীদ হারুনের নেতৃত্বে আওয়ামীলীগ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এর পরে একে আওয়ামীলীগের সহযোগী অঙ্গসংগঠন সমূহ, বিএনপি ও এর অঙ্গ সংগঠনসমুহ, জাতীয় পার্টি, জাসদ, পানামা হিলি পোর্ট, বাংলাহিলি কাষ্টম সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন, হিলি টিভি রিপোটার্স ইউনিট, হাকিমপুর প্রেস ক্লাব, হাকিমপুর নিউ প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান সমুহ শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও রোববার সকাল ১০টায় হিলি সীমান্তের শুন্যরেখার পার্শ্বে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ভারত ও বাংলাদেশের যৌথভাবে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে একুশে ফেব্রæযারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।

Comments
Loading...