কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি সরকারি ভবনে সোমবার সেনাসদস্য ও পুলিশের সঙ্গে সশস্ত্র হামলাকারীদের বন্দুকযুদ্ধে পাঁচ সৈনিক, তিন হামলাকারী এবং একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।প্রাদেশিক রাজধানী শ্রীনগরে শনিবার এ সহিংসতার সূত্রপাত হয়। সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীরা একটি আধাসামরিক গাড়িবহরে হামলা চালিয়ে দু’জন সেনাসদস্যকে হত্যা করে এবং ভবনটিতে আশ্রয় নেয়। হামলাকারীদের তিনজনকেই হত্যা করা হয়েছে এবং তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে বার্তা সংস্থা এএফপি-কে জানিয়েছেন পুলিশের আঞ্চলিক মহাপরিদর্শক জাভেদ গিলানি।
হিমালয়ের বিতর্কিত অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘ কয়েক দশক ধরে ভারতীয় শাসকদের বিরুদ্ধে লড়াই করা সশস্ত্র গোষ্ঠীগুলোর সদস্য হামলাকারীরা ভবনটির নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রশিক্ষণার্থী ও কর্মকর্তাসহ শতাধিক ব্যক্তিকে পালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে।
পরে সেনাবাহিনী ও পুলিশ ভবনটি ঘিরে ফেলে আক্রমণ চালাতে শুরু করে। তাদের মর্টার বোমার জবাবে বিচ্ছিন্নতাবাদীরা স্বয়ংক্রিয় অস্ত্র ও হ্যান্ড গ্রেনেড ব্যবহার করে। রোববার বন্দুকযুদ্ধে দু’জন ক্যাপ্টেন এবং ভারতীয় সেনাবাহিনীর বিশেষ দলের এক সৈনিক নিহত হন। এ ঘটনায় পেশায় মালি এক ব্যক্তি নিহত এবং ১৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।
বন্দুকযুদ্ধ চলাকালীন আশপাশের বিভিন্ন ভবনের কয়েকশ’ বাসিন্দা পথে নেমে এসে বিচ্ছিন্নতাবাদীদের প্রতি সমর্থন জানিয়ে ভারতীয় শাসনের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন।