শেরপুরে ভ্রাম্যমান আদালতে ওষুধের দোকানে জরিমানার প্রতিবাদে ধর্মঘট
শেরপুর প্রতিনিধি: শেরপুরের থানা মোড়ে সেবা মেডিকেল হল নামে একটি ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রিয় দায়ে ভ্রাম্যমান আদালত ২০ হাজার টাকা জরিমানা করেন। কিন্তু জরিমানার টাকা না দেওয়ায় ওই দোকানের পরিচালক আবুল কালামকে ধরে নিয়ে যায় পুলিশ।
এ ঘটনার প্রতিবাদে শেরপুর কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সদস্যরা শহরের সব ওষুধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়। সেই সঙ্গে এর প্রতিবাদে তারা শহরে বিক্ষোভ মিছিল করে। ওষধের দোকান বন্ধ থাকায় রোগীরা পঢ়েছেন বিপাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলা প্রশাসন উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসেছেন।