Connecting You with the Truth

শেরপুরে অপহরণের ৩ মাস পর স্কুল ছাত্রী উদ্ধার, অপহরণকারী আটক

5660শেরপুর প্রতিনিধি: অপহরণের ৩ মাস পর শেরপুরের ঝিনাইগাতী থেকে স্কুল ছাত্রী লায়লাকে উদ্ধার ও অপহারণকারী আবুল হাসেম ওরফে কালা নূরানীকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, আজ ৩ মার্চ বৃহস্পতিবার ভোরে শেরপুর সদর থানার এসআই খালিদের নেতৃত্বে এক দল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলায়। এ অভিযানে ঝিনাইগাতী উপজেলার ধানশাইল এলাকা থেকে লায়লাকে উদ্ধার করে।

উলে­খ্য, গত ১৫ নভেম্বর শেরপুর সদর উপজেলার নিজ গ্রাম হেরুয়া থেকে খোরশেদ আলমের মেয়ে লায়লা বেগম স্কুলে যাওয়ার পর থেকে আর বাড়ী ফেরেনি। লায়লা বেগম হেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। অপহরণের তিন মাস পর আজ ভোর রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে লায়লাকে উদ্ধার করে । অপহরণকারী বখাটে আবুল হাসেম ওরফে কালা নুরানী (২৮) শ্রীবরদী উপজেলার চর হাবর গ্রামের আব্দুল গফুর মন্ডলের ছেলে। এ ব্যাপারে শেরপুর সদর থানায় অপহরণের মামলা হয়েছে। ডাক্তারী পরীক্ষার পর লায়লাকে আদালতে সোপর্দ করা হয়।

Comments
Loading...