Connecting You with the Truth

অ্যান্ড্রু হলনেস জ্যামাইকার নতুন প্রধানমন্ত্রী

জ্যামাইকায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে অ্যান্ড্রু হলনেস অভিষিক্ত হয়েছেন।jk৪৩ বছর বয়সী সাবেক এই শিক্ষামন্ত্রী কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক উন্নয়ন এবং শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নের অঙ্গীকার করেন বলে বিবিসি জানিয়েছে।

দেশটির পার্লামেন্ট নির্বাচনে তার দল জ্যামাইকান লেবার পার্টি একটি আসন বেশি পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

গেল সপ্তায় অনুষ্ঠিত নির্বাচনে হলনেস দেশটির প্রথম নারী সরকার প্রধান সিম্পসনকে পরাজিত করেন।

দেশটির গভর্নর জেনারেল স্যার প্যাট্রিক অ্যালেন হলনেসকে নয়া প্রধানমন্ত্রী হিসেবে অভিষিক্ত করেন।

নির্বাচনে জয়ী হওয়ার পর হলনেস সমর্থকদের উদ্দেশে বলেছিলেন, “আমরা একটা পুরস্কার জয় করেছি এমনটা ভাবলে চলবে না। আমাদের দেওয়া অঙ্গীকার পূরণের মধ্যদিয়ে এই জয়ের মূল্য শোধ করতে হবে।”

হলনেস জ্যামাইকাকে ক্যারিবিয়া অঞ্চলের সিলিকন ভ্যালিতে পরিণত করতে চান।

দেশটিতে বর্তমানে যুব সম্প্রদায়ের বেকারত্বের হার ৩৮ শতাংশ।

Comments
Loading...