শৈলকুপায় জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন
ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধে ভাই শামিন মন্ডল কে খুনের অভিযোগ উঠেছে অপর দুই ভাই মোমিন ও সাইফুল মন্ডলের বিরুদ্ধে। এ ঘটনার পর পরই পালিয়েছে দুই ভাই। শামিন মন্ডল নামে এ দিনমুজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে শৈলকুপার চাঁদপুর গ্রামে নিজ বাড়ির পাশে পানবরজে তার মৃতদেহ পাওয়া যায়। রাতের যেকোন সময় শামিন মন্ডল কে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে তার লাশ পানবরজে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে।
নিহতের স্ত্রী জোছনা ও স্বজনরা জানায়, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে তার স্বামী কে মারপিট ও নির্যাতন করে আসছিল ভাসুর, দেবররা। বার বার শালিশ বৈঠক ও হয়েছে । এসবের জের ধরে রাতের কোন এক সময় বাড়ির পেছনে পানবরজে নিয়ে গলায় ফাঁস লাগিয়ে নির্যাতন করে তার স্বামী কে হত্যা করেছে। শামিন মন্ডলের মাত্র ১৯ দিন বয়সী একটি ছেলে ও দেড় বছর বয়সী একটি মেয়ে রয়েছে। সে দিনমুজুর ও কৃষি কাজ করে সংসার চালাত। অসুস্থ্য সন্তানদের নিয়ে বাবার বাড়ি থাকা স্ত্রী জোসনার সাথে বৃহস্পতিবার রাত ১০টার দিকে মোবাইলে তার স্বামীর সর্বশেষ কথা হয়। একা থাকতে তার ভয় করছে, দুই ভাই তাকে দেখা করতে বলেছে বলে স্ত্রীকে জানায়। এর পর সকালে পান বরজে ঝুলন্ত লাশ পাওয়া যায় স্বামী শামিন মন্ডলের।
খবর পেয়ে পুলিশ শামিন মন্ডলের লাশ উদ্ধার করে পোষ্ট মর্টেমে পাঠিয়েছে। তবে কিভাবে সে মারা গেছে তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল ইসলাম