ভাঙ্গায় গাড়ীর ধাক্কায় মটর সাইকেল আরোহী নিহত
মাসুম আল ইসলাম, ভাঙ্গা ( ফরিদপুর ) প্রতিনিধি ঃ
ফরিদপুর-বরিশাল মহসড়কের ভাঙ্গা ফায়ার সার্বিস ষ্টেশন সংলগ্ন এলাকায় শুক্রবার সকালে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় মটর সাইকেল আরোহী আলমগীর তালুকদার(৫৫) নিহত হয়েছে। সে ঝালকাটি জেলার নলসিটি থানার ডাঃ এবিএম আব্দুল মোতালেব এর পুত্র। ভাঙ্গা হাই-ওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ তাহের জানায়, ভোরে তার ব্যবহৃত মোটর সাইকেল(ঝালকাটি হ-১১-০০৬৩) যোগে ঢাকায় অসুস্থ নিকট আত্মীয়কে দেখতে যাবার পথে অজ্ঞাত কোন গাড়ী তাকে ধাক্কা দেয়। স্থানীয় জনতা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে আমরা লাশ ও তার ব্যবহৃত মোটর সাইকেলটি উদ্ধার করি। ঘাতক গাড়ীকে সনাক্ত করতে পুলিশ কাজ করছে।