Connecting You with the Truth

খুলনায় টিভি দেখাকে কেন্দ্র করে গৃহবধূর আত্মহত্যা

suicide-golay-fashআলামিন রাব্বি, খুলনা: খুলনায় টিভি দেখাকে কেন্দ্র করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন টুম্পা রায় (২১) নামের এক গৃহবধূ। সোমবার ভোরে নগরীর ১৬ নং বাগমারা ঈদগাহ লেনের ভাড়া বাসায় তিনি আত্মহত্যা করেন। টুম্পা নুরুল ইদ্রিসের ভাড়াটিয়া ভবতোষের স্ত্রী। খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, স্টার জলসার সিরিয়াল দেখা নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়ার পর অভিমান করে আত্মহত্যা করেছেন টুম্পা।
খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ভারতীয় সিরিয়াল দেখা নিয়ে রবিবার রাতে স্বামী ভবতোষের সঙ্গে টুম্পার ঝগড়া হয় বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে অভিমান করে বাথরুমের ভেন্টিলেটরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Comments
Loading...