Connecting You with the Truth

শরণখোলা উপজেলা সাংবাদিক ফোরামের যাত্রা শুরু

SAM_1689শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা: বাগেরহাটের শরণখোলায় সাংবাদিকদের, “শরণখোলা উপজেলা সাংবাদিক ফোরাম” নামে একটি নতুন সংগঠনের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
“আমরাই সত্য প্রকাশে নির্ভিক” এই শ্লোগান নিয়ে মঙ্গলবার বিকেল ৩ টায় উপজেলার রায়েন্দা পাঁচ রাস্তার মোড় এলাকায় এই অফিসটি উদ্ভোদন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ক্রাইম বার্তা এজেন্সি, যুব স্বেচ্ছাসেবক লীগ ও বাংলাদেশ কমিউনিটি পুলিশের কেন্দ্রীয় চেয়ারম্যান উপাধ্যক্ষ শেখ আব্দুল্লাহ, লাল ফিতা কেটে অফিসটির শুভ উদ্ভোদন ঘোষনা করেন। এ সময় তার সাথে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, ধানসাগর ইউনিয়নের বিপুল ভোটে নব নির্বচিত চেয়ারম্যান ও বাগেরহাট জেলা যুব সেচ্ছাসেবক লীগের সংগ্রামী যুগ্ন-আহবায়ক মাইনুল ইসলাম টিপু ও খোন্তাকাটা ইউনিয়নের জনপ্রিয় নব নির্বাচিত চেয়ারম্যান মহিউদ্দিন খান, শরণখোলা উপজেলা দূর্নিতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বাগেরহাট পিসি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সাত্তার, এ সময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন হাওলাদার, সোনা মিয়া হাওলাদার, ইউসূফ আলী হাওলাদার, শিমুল গাজী সহ উক্ত ফোরামের সভাপতি সাংবাদিক আবু ছালেহ, সাধারন সম্পাদক মেহেদী হাসান, সদস্য যথক্রমে রাহিমা আক্তার, সাইফুল্লাহ খাঁন, রাজ্জাক হোসেন রাজু, ফখরুদ্দিন আহম্মেদ, মুশফিকুর রহমান বাচ্চু, মনিরুল ইসলাম, আবুল বাশার প্রমুখ। অনুষ্ঠান শেষে ফোরামের সভাপতি, প্রধান ও বিশেষ অতিথীদের ব্যাচ পরিয়ে দেন।

Comments
Loading...