Connecting You with the Truth

আজ রাতে মাঠে নামছে মুস্তাফিজের হায়দরাবাদ

fizz

বিশ্বসেরা বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান আইপিএলে কলকাতা নাইট রানইডার্সের অনিয়মিত একজন খেলোয়াড়। কলকাতার প্রতিটি ম্যাচ শুরুর আগেই সাকিব মূল একাদশে থাকতে পারেন কিনা সেটা নিয়ে সংশয় তৈরি হয়।

এদিকে পারফরম্যান্সে ধারাবাহিক সাফল্যের জন্য আইপিএলে নিয়মিতই খেলছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। আজ গুজরাট লায়ন্সের মুখোমুখি হবে মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দরাবাদ।

আইপিএলের ৩৪ তম এ ম্যাচটি হবে রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন, সনি সিক্স ও সনি ইএসপিএন চ্যানেল।

চলতি আসরে হায়দরাবাদের হয়ে প্রায় প্রতি ম্যাচেই সাফল্যের সাক্ষর রেখে যাচ্ছেন মুস্তাফিজ। বোলিং বিভাগে ধারাবাহিক সাফল্যের জন্য তাকে বসিয়ে রেখে ঝুঁকি নিতে রাজি নন হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তাই শক্তিশালী গুজরাটের বিপক্ষেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে কাটার মাস্টার মুস্তাফিজকে।

আইপিএলে ৯ ম্যাচ শেষে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট লায়ন্স। অন্যদিকে ৭ ম্যাচের ৪টিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে মুস্তাফিজের হায়দরাবাদ।

Comments
Loading...