Connecting You with the Truth

পীরগাছার পারুল ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যন ও ইউপি সদস্যরা

1457526889
পীরগাছা প্রতিনিধিঃ আসন্ন ইউপি নির্বাচনের চতুর্থ ধাপে শনিবার রংপুরের পীরগাছা উপজেলার ৮টি ইউনিয়নে কোন অপৃতিকর বড়ধরনের সহিংসতার ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে পারুল ইউনিয়নের ইউপি নির্বাচন। এবারের পারুল ইউনিয়নের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দীতা করে জয়লাভ করেছেন নৌকা প্রতিক নিয়ে আবুল কালাম আজাদ খাঁন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন ঘোড়া প্রতিক নিয়ে আবুল কালাম আজাদ।
অন্যদিকে পারুল ইউনিয়নের ৯টি ওয়াডে বেশ উৎসব মুখর পরিবেশে ভোটযুদ্ধে ইউপি সদস্য হিসেবে বেসরকারি ফলাফলে জয়লাভ করেছেন ১নং গুন্জরখাঁর আবুল কালাম আজাদ,২নং দেউতির আফজাল হোসেন, ৩নং ছিদাম ওয়াডের মোঃ মজিবর রহমান,৪নং সুন্দর ওয়াডের সাইফুল ইসলাম, ৫নং মহিষমুড়ির নুর ইসলাম, ৬নং সেচাকান্দির তাহারত উল্লাহ ৭নং পূর্ব পারুলের দুলাল মিয়া, ৮নং সৈয়দপুরের মোঃ আমিন এবং ৯নং পারুল ওয়াডের মোঃ আনছার আলী।
সংরক্ষিত ৩টি মহিলা পদে (১,২,৩) মোছাঃ আফরোজা বেগম,(৪,৫,৬)মোছাঃ রাবেয়া এবং (৭,৮,৯) এ মোছাঃ রোকেয়া বেগম।

Comments
Loading...