Connecting You with the Truth

চীনে বন্যায় ৫১ জনের মৃত্যু

chinaবিডিপি ডেস্ক: চীনের পূর্বাঞ্চলে শিলাবৃষ্টি, প্রবল বর্ষণ ও টর্নেডোতে কমপক্ষে ৫১ জন মারা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির জিয়াংসু প্রদেশে ঘটেছে এই ঘটনা।
ইয়াচেং শহরের বাড়িঘর সব ধ্বংস হয়েছে বলে জানা গেছে। চীনের অনেক এলাকায় চলতি সপ্তাহে প্রবল বর্ষণ হয়েছে। মধ্যচীনে বন্যায় ২২ জন মারা গেছে এবং ২ লক্ষ মানুষ স্থানচ্যুত হয়েছে। এই বন্যায় কমপক্ষে ২.৭ বিলিয়ন ইউয়ান (৪১০ মিলিয়ন ডলার) ক্ষতি হয়েছে। চীনের উপ প্রধানমন্ত্রী ওয়াং ইয়াং বলেছেন, এল নিনোর প্রভাবে আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিবিসি।

Comments