Connecting You with the Truth

লক্ষ্মীপুরের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ঢাকায় নিখোঁজ

 

Lakshmipur NiKhoj Pic 02. 09.07.2016
মো. বিপ্লব হোসেন পারভেজ

রুবেল হোসেন, লক্ষ্মীপুর: ঢাকায় জুতার কারখানায় কাজ করতে গিয়ে লক্ষ্মীপুরের মো. বিপ্লব হোসেন পারভেজ (১৪) নামের এক স্কুল পড়ুয়া ছাত্র নিখোঁজ হয়েছে। খোঁজাখুজির করেও কোন সন্ধান মেলেনি তার। উপায় না পেয়ে শনিবার বিকেলে সাড়ে ৪ টার দিকে সদর উপজেলার টুমচর এলাকায় গ্রামের বাড়িতে পরিবারের লোকজন সাংবাদিকদের কাছে পারভেজকে খোঁজে পাওয়ার আকুতি জানান।
এর আগে গত ৪ জুন শনিবার সকালে ঢাকার গুলিস্তানস্থ ছিদ্দিক বাজারে আলাউদ্দিন নামের এক ব্যক্তির জুতার কারখানা থেকে পারভেজ নিখোঁজ হয়। এর পর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধ্যান মেলেনি।
নিখোঁজ পারভেজ লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর গ্রামের পানামিয়া হাজী বাড়ির মোঃ মোরশেদের ছেলে এবং লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্ছ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র।
পারভেজের বাবা বলেন, ছেলেকে জুতার কারখানায় কাজ দিবে বলে গত ২৫মে ঢাকায় নিয়ে যায় রিয়াজ নামের এক জুতা তৈরির কারিগর। এর পর থেকে পারভেজের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে রিয়াজের সাথে আমি যোগাযোগ করলে পারভেজ ঢাকার ছিদ্দিক বাজারে আলাউদ্দিন নামের এক ব্যক্তির জুতার কারখানায় কাজ করে বলে জানায়। রমজান ঈদে বাড়িতে আসবে। ছেলেকে না পেয়ে রিয়াজকে ঈদের আগের দিন ফোন করলে সে বলে পারভেজ অনেক আগেই কাউকে কিছু না বলে ওই কারখানা থেকে বেরিয়ে গেছে। আমি তার কোন খোঁজ জানি না। এর পর থেকে রিয়াজের ফোনটি বন্ধ পেয়ে আমরা পরিবারের সবাই হতাশায় ভুগছি।
মা সেলিনা আক্তার বলেন, আমার সন্তানকে জুতা তৈরির কাজের কথা বলে বাড়ি থেকে নিয়ে গেছে রিয়াজ। তার পর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি আমার সন্তান পারভেজকে অক্ষত অবস্থায় ফিরে পেতে চাই।
পারভেজের নানা মো. আলী হোসেন বলেন, বিভিন্ন স্থানে খোঁজে পারভেজকে না পেয়ে। রিয়াজের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের তোরাবগঞ্জ যাই। সেখানে রিয়াজ বলে পারভেজের কোন খবর আমি জানি না। বিষয়টি লক্ষ্মীপুরের পুলিশ সুপার (সার্কেল) নাসিম মিয়াকে মুখিক ভাবে জানানো হয়েছে।
নিখোঁজের বিষয়ে কথা হয় জুতা তৈরির কারিগর রিয়াজ এর সাথে। সে একই জেলার কমলগর উপজেলার তোরাবগঞ্জস্থ সফি কাজী বাড়ির মোঃ জালালের ছেলে।
তিনি বলেন, পারভেজকে ঢাকায় নেওয়ার পর কয়েকদিন কাজ করে জুতার কারখানায়। ৪ জুন শনিবার কাউকে কিছু না বলে হঠাৎ পালিয়ে যায় সে। এর পর সম্ভব্য সকল স্থানে খুঁজে পারভেজকে না পেয়ে তার পরিবারকে বিষয়টি জানাই।
জুতার কারখানার মালিক আলাউদ্দিন বলেন, কারিগর রিয়াজের মাধ্যমে পারভেজ নামের একটি ছেলে আমার কারখানায় এসে কয়েকদিন কাজ করে কাউকে কিছু না জানিয়ে চলে যায়। এর পর থেকে তাঁর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে জানতে লক্ষ্মীপুরের পুলিশ সুপার (সার্কেল) নাসিম মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

Comments
Loading...