Connect with us

দেশজুড়ে

নওগাঁয় আমন ধান রোপণে ব্যস্ত কৃষকরা

Published

on

IMG_20160712_122315

ইমরান হোসেন, নওগাঁ: ধান বাংলােদশের অন্যতম অর্থকরী ফসল। বাংলাদেশে ইরি-বোরো, আউশ, আমন ধান সাধারণতভাবে চাষ করেন কৃষকরা। এই বছরে নওগাঁ সদর ও নিটকতম উপজেলাতে আমন ধান চাষ ব্যাপকহারে করছেন কৃষকরা। নওগাঁ সদর উপজেলার, বরুনকান্দি, বোয়ালিয়া, পার বোয়ালিয়া, চাকলা, হাপুনিয়া,পাহাড়পুর, কীর্ত্তিপুর, চকতারতা, বর্ষাইল, মল্লিকপুর, চকআতিথা, ইত্যাদি এলাকায় আমন ধান রোপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন উক্ত উপজেলার কৃষকরা। তাছাড়া নওগাঁর নিটকতম উপজেলার মধ্যে, বদলগাছী উপজেলার, কুশারমুড়ি, খলসী, ঢেকড়া, প্রধানকুন্ডি, ভরট্র, কোমারপুর, বদলগাছী, ভাতসাইল, ভান্ডারপুর, বালুভরা,আধাইপুর, মিঠাপুর, পাহাড়পুর, গোবরচাঁপা, বিলাশবাড়ি, মথুরাপুর ইত্যাদি এলাকায় আমন ধান চাষে ব্যস্ত কৃষকরা। নওগাঁ সদর উপজেলার চকতারতা এলাকার কর্মরত দুই দিনমজুর মো.হাসান ও মো. মতিন কৃষক বকুল হোসেন এর জমিতে আমন ধান রোপণ করছেন। হাসান জানান,ইরি-বোরো ধান কাটাই এর প্রায় ৮০ দিন পর এই আবাদী জমিতে আবার আমন ধান রোপণ করছেন। গত বছরে প্রতি বিঘাতে ১৮-২০ মণ হারে ধান পেয়েছেন। আল্লাহর রহমতে আবহাওয়া প্রতিকূল অবস্থায় থাকলে আমন ধানের বাম্পার ফলনের অপার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান। এই আমন ধান চাষে নওগাঁ কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরে কর্মরত ব্লক সুপারভাইজারগণ নিয়মিতভাবে কৃষকদের পরামর্শ ও সার্বিকভাবে সহযোগিতা করছেন বলে জানা যায়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *