ফ্রান্সের নিসে হামলার ট্রাক চালকের ছবি প্রকাশ
ট্রাকচালক বৌহলেল
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের পর্যটন শহর নিস-এ হামলাকারী ট্রাক চালকের ছবি প্রকাশ করে দেশটির পুলিশ। এর আগে শুক্রবার আনুষ্ঠানিকভাবে ট্রাক চালককে শনাক্ত করেছে পুলিশ। হামলাকারী ট্রাক চালক তিউনিসিয়ান বংশোদ্ভূত ফরাসি নাগরিক। তার নাম মোহাম্মদ লাহৌআইজ বৌহলেল।
বৃহস্পতিবার রাতে বাস্তিল দিবস উদযাপনের সময় রাস্তায় ভিড়ের মধ্যে ট্রাক চালিয়ে ৮৪ জনকে হত্যা ও ২০২ জনকে আহত করেন বৌহলেল। পরে পুলিশ গুলি করে তাকে হত্যা করে।নিস হামলাকারী ট্রাক চালকের পরিচয়পত্র
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ৩১ বছরের বৌহলেল মুসলমান হলেও ইসলামি কোনও বিধান ও রীতি তিনি পালন করতেন না। ট্রাক চালকের এক জ্ঞাতি ভাই জানান, বৌহলেল কখনও নামাজ পড়তেন না, মসজিদে যেতেন না এবং স্ত্রীকে মারধর করতেন। তার তিন সন্তান রয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে বাস্তিল দিবস উদযাপনের জন্য ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসের প্রমেনাদে দেজ অ্যাংলেইসে আতশবাজি প্রদর্শনী দেখতে জড়ো হয়েছিলেন কয়েক হাজার মানুষ। একটি ট্রাক বেপরোয়াভাবে ওই জমায়েতের দিকে ছুটে আসে। আতঙ্কিত লোককজন এদিক সেদিক ছুটোছুটি শুরু করেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই চালক মানুষকে ট্রাকচাপা দেওয়ার পাশাপাশি গুলিও চালিয়েছেন। সূত্র: ডেইলি মেইল।