সালথায় স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা
আবু নাসের হুসাইন, সালথা: ফরিদপুরের সালথায় স্ত্রীর সাথে অভিমান করে স্বামী টুটুল মোল্যা (৩২) নামে এক পানচাষী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বল্লভদি ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। টুটুল ঐ গ্রামের লস্কার মোল্যার ছেলে।
জানা গেছে, টুটুল মোল্যার স্ত্রী ফিরোজা বেগম কিছু দিন আগে থেকে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হতো। পুর্বের ন্যায় ঘটনার দিন বিকালে তাদের মধ্যে বেশি মাত্রায় ঝগড়ার সৃষ্টি হয়। এক পর্যায়ে স্ত্রী ফিরোজা বেগম রাগ হয়ে পার্শ্ববর্তী মোকসেদপুর তার বাবার বাড়িতে চলে যায়। স্ত্রী চলে যাওয়ার পর স্বামী টুটুল মোল্যা অভিমান করে বিষপান করেন। বিষপানের পর পরিবারের লোকজন তাকে ফরিদপুর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায় বলে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জানিয়েছেন। পরে খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) ডী.এম বেলায়েত হোসেন বলেন, আত্মহত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এব্যাপারে থানায় একটি ইউ.ডি মামলা হয়েছে।