Connecting You with the Truth

শত্রুতার জেরে বগুড়ায় পুকুরে বিষ দিয়ে পৌনে দুই লাখ টাকার মাছ নিধন

Bogra বগুড়াদুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়ার পল্লীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। রতন আলী নামের এক মৎস্যচাষীর পুকুরে গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে বিষ দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় পৌনে দুই লাখ টাকা মূল্যের মাছ মারা গেছে বলে দাবি করেন রতন আলী। রতন আলী চামরুল ইউনিয়নের পাঁচথিতা গ্রামের আজাদ আলীর ছেলে এবং তিনি পৌর যুবলীগের সভাপতি।
ক্ষতিগ্রস্ত রতন ও এলাকাবাসী জানান, রতন আলী তাঁর বাবার পুকুর সহ কয়েকটি পুকুর লীজ নিয়ে ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাছ চাষ করেন। তাঁর গ্রামেই ৮৭ শতক এ পুকুরটি। তিনি এক মাস আগে ওই পুকুরে ৪৮ হাজার পবদা ও টেংরার পোনা ছেড়ে দেন। ঘটনার রাতে কে বা কারা শক্রতা করে পুকুরে বিষ দেয়। ভোরে পুকুরে গিয়ে দেখেন মাছের সব পোনা মরে ভেসে উঠেছে। তিনি বলেন, সামান্য পুঁজি নিয়ে গত কয়েক বছর ধরে মাছের চাষ করছেন। বিষ দিয়ে মাছ মেরে ফেলায় তাঁর সর্বনাশ করা হয়েছে। এ ঘটনার পর বিষয়টি তিনি থানার কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েছেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নজরুল ইসলাম বলেন, থানায় এধরনের কোনো অভিযোগ দেওয়া হয়নি।

Comments
Loading...