Connecting You with the Truth

গাবতলীতে ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ

PIC.ALL_.1গাবতলী (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার গাবতলী ফোকাস সোসাইটির আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে শনিবার শিক্ষা বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে চেক বিতরণী অনুষ্ঠান ফোকাস সোসাইটির প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত হয়। ফোকাস সোসাইটির চেয়ারম্যান শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) খোরশেদ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সহিদুল ইসলাম খাঁন। স্বাগত বক্তব্য রাখেন ফোকাস সোসাইটির নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম মিলন। ফোকাস সোসাইটির উপ-পরিচালক আব্দুল করিম আকন্দের পরিচালনায় আরও বক্তব্য রাখেন প্রভাষক রাজা, সোসাইটির ভাইস চেয়ারম্যান ফজলুল হক, উপ-সমন্বয়কারী মোমিনুল ইসলাম, সহকারী সমন্বয়কারী কাজী হাফিজুর রহমান, শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার শামীম, আজিজুল, শাজাহান প্রমূখ। শেষে প্রধান অতিথি ২৯জন শিক্ষার্থীর মাঝে জনপ্রতি ১৮হাজার টাকা করে মোট ৫লাখ ২২হাজার টাকার এককালীন চেক বিতরণ করেন।

Comments
Loading...