Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে মহিলা ফোরামের প্রতিনিধি সভা

Mohila Forum (2)

সংবাদ বিজ্ঞপ্তি: সমাজতান্ত্রিক মহিলা ফোরাম রংপুর জেলা শাখার উদ্যোগে সারাদেশে নারী নির্যাতন-সহিংসতা, জঙ্গিবাদ-মৌলবাদ প্রতিরোধ বিষয়ে প্রতিনিধি সভা শনিবার সাড়ে ৫ টায় প্রেসক্লাব ২য় তলা ভ্যানগার্ড কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা সংগঠক গোলাপী বেগমের সভাপতিত্বে মৌসুমী আক্তার মৌ এর পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বাসদ রংপুর জেলা সমন্বয়ক কমরেড আব্দুল কুদ্দুস, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দিলরুবা নূরী, বেরোবি বাংলা বিভাগের প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা প্রমুখ।
সভায় সম্প্রতি চট্টগ্রামের মিতু, কুমিল্লায় তনু হত্যাসহ সারাদেশে নারী নির্যাতনের বিচারহীনতা সংস্কৃতি বন্ধ, পুঁজিবাদী ব্যবস্থায় শোষণ ও মৌলবাদ-জঙ্গীবাদ চিন্তার বিরুদ্ধে বর্তমান নারী সমাজের আন্দোলন-করণীয় বিষয়ে আলোচনা হয়। এছাড়া নেতৃবৃন্দ নারী সমাজকে সরকারের জনস্বার্থ বিরোধী সুন্দরবনের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র বাতিলের চলমান আন্দোলনে জনগনের সাথে থাকার আহ্বান জানান।

Leave A Reply

Your email address will not be published.