শেরপুরে হেযবুত তওহীদের জঙ্গিবাদ বিরোধী বিশাল র্যালি ও জনসভা
শেরপুর প্রতিনিধিঃ শেরপুরে জঙ্গি সন্ত্রাসবাদ বিরোধী বিশাল র্যালি ও জনসভা করেছে শেরপুর জেলা হেযবুত তওহীদ। বৃহস্পতিবার বিকেল ৪ টায় আ’লীগ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেনি পেশার শতশত নারী পুরুষের অংশগ্রহনে একটি র্যালি শহরের ষ্টেডিয়াম গেট থেকে শুরু হয়ে নিউমার্ট, শহীদ বুলবুল সড়ক,গোয়ালপট্টি মোড়, বটতলা মোড়, ডিসি অফিস গেট, কলেজ মোড়, খরমপুরসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। জঙ্গিবাদ বিরোধী শ্লোগানে মুখরিত র্যালীতে সর্বস্তরের জনগনের অংশগ্রহন জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের সরব উপস্থিতির জানান দেয়। থানার মোড়ে এসে র্যালিটি এক জনসভায় মিলিত হয়। সেখানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদ এর আমির মসীউর রহমান তিনি তার বক্তব্য বলেন যে জঙ্গিবাদের করাল থাবায় ধ্বংস হয়ে গেছে আফগানিস্তান, ইরাক, সিরিয়া, লিবিয়া ইত্যাদি একটার পর একটা মুসলিম দেশ সেই একই জঙ্গিবাদ হানা দিয়েছে আমাদের প্রিয় মাতৃভুমি বাংলাদেশে। এর বিরুদ্ধে কেবল সরকার বা আইনশৃঙ্খলা বাহিনীর একক প্রচেষ্টা নয় বরং আমাদের সকলকে সোচ্চার হতে হবে, ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই জঙ্গিবাদকে সমুলে উৎপাটন করে দেশকে রক্ষা করতে হবে আমাদেরকেই। এর জন্য কেবল শক্তি প্রয়োগ নয়, চাই আদর্শিক লড়াই সেই আদর্শিক লড়াইয়ের মধ্য দিয়ে জাতিকে জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার সর্বাত্ম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে হেযবুত তওহীদ।শেরপুর ৪নং পৌর কাউন্সিলর মো. বাদশা মিয়া, তিনি বলেন, জঙ্গিবাদের করাল গ্রাসে সিরিয়া , আফগানিস্তান, লিবিয়া সহ যে সকল রাষ্টে আজ ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছেতাদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আর সেই সময় এখনই, আমাদের ঘরে বসে থাকার সময় নেই। সবাইকে সজাগ ও সতর্ক থেকে হেযবুত তওহীদের সাথে কাজ করার আহবান জানান। আরো বক্তব্য রাখেন ১১নং বলাইয়ের চর ইউনিয়ন আলীগের সাংগঠনিক সম্পাদক হামিদুল হক। তিনি তার বক্তব্যে বলেন, আমরা যদি এখনই সতর্ক না হই, জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে না দাড়াই তাহলে আমরা কেউই রেহাই পাব না। তাই হেযবুত তওহীদ সারা দেশব্যাপী যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তার সাথে তিনি একাত্মতা প্রকাশ করেন এবং সকলকে এগিয়ে আসতে হবে। মোহাম্মাদ হামিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ১১নং বলাইয়ের চর ইউনিয়ন আওয়ামীলীগ। অনুষ্টানে আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সাজাহান আনসারি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেযবুত তওহীদের শেরপুর জেলা আমীর মো: শফিউল আলম সম্রাট।
অনুষ্ঠানটি সঞ্চালনয় ছিলেন শেখ মো: শফিকুল ইসলাম,মাষ্টার।
হেযবুত তওহীদ ময়মনসিংহ বিভাগীয় আমির মোহাম্মাদ এনামুল হক বাপ্পা সকল প্রিন্ট্র ও ইলেক্ট্রনিক মিডিয়া, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশিল সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্ সহ অনুষ্ঠানে দূর-দুরান্ত থেকে আগত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।