Connecting You with the Truth

হাতীবান্ধায় ইয়াবাসহ আটক ১

Photo

হাতীবান্ধা(লালমনিরহাট)সংবাদদাতা: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৮০ পিচ ইয়াবাসহ নুরুজ্জামান(২৬) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। মধ্যরাতে উপজেলার কারবালা দিঘীর বাজার থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্র জানাগেছে, আটকৃত মাদক ব্যবসায়ী উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার আমিনুর রহমানের পূত্র। এদিকে, ওই বাজারে তার একটি মনিহারী দোকান রয়েছে। যার আড়ালে সে দীর্ঘ দিন ধরে এসব করে আসছে বলেও জানা যায়।
এ ব্যাপারে হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার কারবালা দিঘীর বাজারে অবস্থিত নুরুজ্জামানের মনিহারি দোকানে অনেক গুলো ইয়াবা রয়েছে। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে সেখানে গিয়ে অভিযান চালিয়ে ৮০ পিচ ইয়াবা উদ্ধার করে। এরপর ইয়াবাসহ নুরুজ্জামানকে হাতে নাথে গ্রেফতার করে।
এ ব্যাপারে হাতীবান্ধা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে উক্ত মাদকব্যবসায়ীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে অফিসার ইনচার্জ রেজাউল করিম নিশ্চিত করেছে।

Leave A Reply

Your email address will not be published.