Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষ্মীপুরে মাদকসেবী ও ভূয়া ডাক্তারের জরিমানা

pic

রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে এম এ নাঈম (৩৩) নামের এক ভূয়া ডাক্তারের ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সময় মাদক সেবনের অপরাধে তিন জনকে ১০ হাজার ৫ শত টাকা অর্থ দন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
আজ শুক্রবার রাত সাড়ে ১০টায় লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান নিজ কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ অর্থদন্ড প্রদান করেন।
ভূয়া ডাক্তার এম এ নাঈম সদর উপজেলার আটিয়াতলী গ্রামের মাষ্টার সফিক উল্যার ছেলে ও জকসিন বাজারের এন এস মেডিকেল হল নামক প্রতিষ্ঠানের ডাক্তার। অপরদিকে দন্ডপ্রাপ্ত মাদকসেবীরা হলেন, উপজেলা চর চামিতা গ্রামের আব্দুর রহমান মুন্সির ছেলে রনি, একই এলাকার নুরুল ইসলামের ছেলে ইকবাল, কালা মিঞার ছেলে টিপু।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান বাংলাদেশের পত্রকে বলেন, দীর্ঘ দিন থেকে ভূয়া ডাক্তার নাঈম জকসিন বাজারে এন এস মেডিকেল হল নামের একটি ভূয়া চেম্বার খোলে গ্রামের সহজ সরল মানুষদের প্রতারিত করে আসছে এমন তথ্যের বিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে রোগী দেখা অবস্থায় ভূয়া ডাক্তার নাঈমকে হাতে-নাতে আটক করে।
অপরদিকে উপজেলার চন্দ্রগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবন অবস্থায় তিন যুবককে আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ভূয়া ডাক্তার নাঈমকে ১ লাখ টাকা ও তিন মাদক সেবীকে ৩ হাজার ৫শ টাকা করে মোট ১০ হাজার ৫শ টাকার অর্থদন্ড দেওয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.