Connecting You with the Truth

হিটলারের চেয়ে বড় ”মনোবিকারগ্রস্ত” ট্রাম্প

trumpঅনলাইন ডেস্ক: আসন্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অ্যাডলফ হিটলারের চেয়ে বড় মনোবিকারগ্রস্ত বলে দাবি করেছে একটি গবেষণা সংস্থা।
সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এ বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থীদের মনোবিকারের মাত্রা নির্ণয়ের জন্য ওই গবেষণা চালানো হয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওই গবেষণার বরাত দিয়ে সংবাদ প্রচার করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
সংবাদে বলা হয়েছে, সচরাচর মনোবিকারগ্রস্তদের মধ্যেই দেখা যায় ব্যক্তিত্বের এমন কিছু বৈশিষ্টের ওপর তাদের স্কোরিং করা হয়। এসব বৈশিষ্টের মধ্যে রয়েছে, ভয়হীনতা, নিষ্ঠুর হৃদয়হীনতা এবং আত্মকেন্দ্রিকতা।
গবেষণায় ডোনাল্ড ট্রাম্পের যে স্কোর উঠে এসেছে তা তাকে হিটলার ও উগান্ডার স্বৈরশাসক ইদি আমিনের মতো ইতিহাসের কুখ্যাত সব স্বৈরশাসকদের কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। আর ডেমোক্র্যাট দল থেকে মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন এর মনোবিকারের মাত্রা নেপোলিয়ান বোনাপার্ট ও সম্রাট নিরোর সমপর্যায়ের।
গবেষণায় বলা হয়, মনোবিকারগ্রস্ততার বিষয়টি প্রধানত অনুতাপহীন খুনীদের চারিত্রিক বৈশিষ্টের সঙ্গে সংশ্লিষ্ট। তবে সাধারণ কোনো মানুষের মধ্যেও খুনে প্রবণতা ছাড়াই মনোবিকার থাকতে পারে।
গবেষণায় আরো বলা হয় শুধু বর্বর নেতারাই যে মনোবিকারে আক্রান্ত তা নয়। বরং সেন্ট পল ও যিশু খ্রিস্টের মতো সাধু-সন্ত এবং মহামানবদের মধ্যেও মনোবিকার ছিল। এ ধরনের মনোবিকারগ্রস্ত প্রবণতা প্রেসিডেন্ট পদে প্রার্থীতার জন্য কোনো প্রতিবন্ধকতা নাও সৃষ্টি করতে পারে।
এমনকি মনোবিকারগ্রস্ত প্রবণতাগুলোর সঠিক সমন্বয়ের মাধ্যমে একজন ভালো নেতৃত্বও তৈরি হয়।
গবেষণায় আরো বলা হয়েছে, মহান ও কুখ্যাত উভয় ধরনের নেতৃত্বই সাধারণ যে কোনো মানুষের চেয়ে বেশি মনোবিকারগ্রস্ত বৈশিষ্টের অধিকারী হন। তবে এসব বৈশিষ্টের সমন্বয় সাধনের মাধ্যমেই নেতৃত্বের ক্ষেত্রে সাফল্যও অর্জিত হয়।

Comments
Loading...