Connecting You with the Truth

মা-বাবা সচেতন হলে সন্তানরা জঙ্গিবাদে জড়াবে না: লক্ষ্মীপুরে ডিআইজি শফিকুল

Lakshmipur pic 23.08.2016লক্ষ্মীপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ ও নৈরাজ্যের প্রতিবাদে মতবিনিময় সভায় উপস্থিথ অতিথিবৃন্দ।

রুবেল হোসেন, লক্ষ্মীপুর: চট্টগ্রাম রেঞ্জের পুলিশের ডিআইজি মো.শফিকুল ইসলাম বলেছেন, জঙ্গিবাদ-সন্ত্রাস দমনে বাবা-মাকেই বেশি ভূমিকা রাখতে হবে। তারা যদি সন্তানদের ব্যাপারে সচেতন হয়, তাহলে সন্তানরা জঙ্গিবাদে জড়াবে না। আর আপনাদের এলাকায় অপরিচিত কোন যুবক বাসা ভাড়া নিলে সাথে সাথে পুলিশকে জানান। তাদের সম্পর্কে খোঁজ-খবর রাখেন। এ দেশ আপনার, আমার, সকলের। দেশকে সবাই ভালোবাসতে হবে।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরে সন্ত্রাস জঙ্গিবাদ ও নৈরাজ্যের প্রতিবাদে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
জেলা পুলিশ লাইনে কমিউনিটি পুলিশিং সেলের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার (এসপি) আ স ম মাহতাব উদ্দিন।
এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, অতিরিক্ত জেলা প্রশাসক কংকন চাকমা, জেলা সিভিল সার্জন মোস্তফা খালেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও কমিউনিটি পুলিশিং সেলের সদস্য সচিব জাকির হোসেন ভূঁইয়া আজাদ।
মতবিনিময় সভায় রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক প্রতিনিধিরা অংশ নেয়।

Comments
Loading...