বগুড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জঙ্গি নিহত
বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জেএমবির উত্তরাঞ্চলের সামরিক কমান্ডার বদর মামা ওরফে খালেদ মামাসহ দুই জঙ্গি নিহত হয়েছেন। অপর নিহত জেএমবি সদস্যের নাম রিপন। এসময় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন।
সোমবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের সিরাজনগর গ্রামের নয়লাপাড়া মোড়ে এ বন্দুকযুদ্ধ হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জৈষ্ঠ্য সহকারী পুলিশ সুপার (সিনিয়র এএসপি, বি-সার্কেল) গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শেরপুরের নালিয়াবাড়িতে পৌঁছলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। ভোর সাড়ে ৩টার দিকে পুলিশের সঙ্গে জঙ্গিদের এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে দুই জঙ্গি নিহত হন। এসময় জঙ্গিদের গুলিতে দুই পুলিশ সদস্য আহত হন। তারা হচ্ছেন শেরপুর থানার পুলিশ কনস্টেবল বাবুল আক্তার ও আব্দুল মোত্তালেব।
নিহত দুই জঙ্গির মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত দুই পুলিশ সদস্যকে বগুড়া পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
তারা হচ্ছেন বন্দুকযুদ্ধে নিহত বদর মামা ওরফে খালেদ মামা জেএমবির উত্তরাঞ্চলের সামরিক কমান্ডার ও অপর জেএমবি সদস্য রিপন।
বদর মামার বিরুদ্ধে ইতালিয়ান নাগরিকের ওপর হামলা ঘটনাসহ স্কন মন্দির ও কান্তজিউ মন্দিরে হামলায় জড়িত থাকার অভিযোগে দিনাজপুর সদর থানায় ২টি ও কাহারোল থানায় ২টি মামলা রয়েছে।
বদরের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হানিফপুর গ্রামে। তার বাবার নাম এনামূল হক। অপর নিহত জঙ্গি রিপনের বাড়ি রাজশাহীতে বলে পুলিশ জানায়। রিপনের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।