Connecting You with the Truth

ঠাকুরগাঁওয়ে মা ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টি সেবা উন্নয়ন প্রকল্পের সংবাদ সম্মেলন

Thakurgaon Press Confarenceআব্দুল আউয়াল,ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে মা ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টি সেবা উন্নয়ন প্রকল্পের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে গ্লোবাল অ্যাফেয়ার্স, কানাডার আর্থিক সহায়তায় ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বক্তারা বিশদ আলোচনা করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ঠাকুরগাঁও জেলার ৫ উপজেলার ৪ লাখ ৪৩ হাজার ৪৩ জনকে মা ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টি সেবা উন্নয়ন প্রকল্পের আওতায় সেবা প্রদান করা হবে।
এসময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. এহসানুল করিম, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রংপুর সিনিয়র ম্যানেজার অসিম চ্যাটার্জি ও ঠাকুরগাঁও ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট ম্যানেজার জেরিনা রেশমা প্রমূখ।

Comments
Loading...