Connecting You with the Truth

জামালপুরে শশুরবাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

জামালপুর সংবাদদাতা: জামালপুর জেলার মেলান্দহে শশুরবাড়ি থেকে নুরুন্নবী (৩২) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ঈদের দিন বিকেল পাঁচটায় বাড়ির পার্শ্বে একটি গাছে গলায় দড়ি বাধা ঝুলন্ত অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে। মৃত নুরুন্নবী মেলান্দহ উপজেলার ঝাউগড়া গ্রামের হাসান আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার নুরুন্নবী মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া গ্রামস্থ তার শ্বশুর আহমেদ আলীর বাড়ীতে বেড়াতে যায়। ওইদিন ঈদের কেনাকাটা নিয়ে স্ত্রী সাথে তার ঝগড়া হয়। আজ মঙ্গলবার বিকেলে বাড়িরপার্শ্বে একটি গাছে নুরুন্নবীর মৃতদেহ ঝুলে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খন্দকার হালিমুল ইসলাম জানান, প্রাথমিকভাবে আমরা এটিকে আত্মহত্যা বলে মনে করছি। তবে ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর বুঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

Comments
Loading...