Connecting You with the Truth

ব্রাজিলে এবার কুকুরের অলিম্পিকের আয়োজন

brazil_bd_pratidinসবচেয়ে প্রভু ভক্ত প্রাণী হিসেবে সুনাম আছে কুকুরের। এতই যখন তার ভক্তি সেটারও মূল্য দিতে হবে বৈকি। ব্রাজিলে সম্প্রতি আয়োজন করা হয় কুকুরের অলিম্পিকের। মানুষের অলিম্পিকে জাতপাতের কোনো ভেদাভেদ নেই। এতেও ছিল না। সব জাতের, বয়স ও আকৃতির কুকুররা এতে অংশ নেয়।

কুকুররা তো নিজে নিজে এতে অংশ নিতে পারবে না। তাই ব্যতিক্রমধর্মী এ আয়োজনে বিভিন্ন ব্যক্তি তার পোষা কুকুর নিয়ে হাজির হন।

ডাইভ, জাম্প, সাঁতার, দৌঁড়সহ এ অলিম্পিকে নানা ধরনের ইভেন্ট ছিল। জাম্পিংয়ে স্বর্ণপদক জেতে নয় মাস বয়সী মিমা নামের একটি কুকুর। এর মালিক অরা স্টেলা বলেন, আমি জানতামই তার এত মেধা আছে! সূত্র : ফক্স নিউজ

Comments
Loading...