সালথায় জমি-জমা নিয়ে নিরীহ পরিবারকে হয়রানী করার অভিযোগ
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় জমি-জমাকে কেন্দ্র করে জাতীয় সংসদের উপনেতা, সালথা-নগরকান্দার উন্নয়নের রুপকার সৈয়দা সাজেদা চৌধুরী এম.পির বডিগার্ড গৌড়দিয়া গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান মোঃ বিপ্লব মাতুব্বারের পরিবারকে নানাভাবে হয়রানী করার অভিযোগ উঠেছে।
জানা যায়, উপজেলার রামকান্তপুর ইউনিয়নের নিধিপট্টি গ্রামের আইয়ুব আলী মাতুব্বার ও কুমকুম মাতুব্বার আপন দুই ভাই সালথা মডেল উচ্চ বিদ্যালয়ের পাশে তাদের ১০ শতাংশ জমির উপর ঘর নির্মাণ করেছে। ঐখানে তাদের প্রত্যাকের নামে ৫ শতাংশ করে জমি রয়েছে। বেশ কিছুদিন আগে আইয়ুব আলীর কাছ থেকে একই গ্রামের সেনাবাহিনীর সদস্য মিরাজুল ইসলাম ৫ শতাংশ জমি ক্রয় করেন। আইয়ুব আলী জমিটি বিক্রির পুর্বে তার আপন ভাইয়ের সাথে কোন মরামর্শ করেনি, এমনকি জমিটি কার কাছে বিক্রি করছে তাও গোপন রাখে। গত ১৩ নভেম্বার মিরাজুল নিজ নামে দলিল করার পরে জমি দখল করার জন্য দলবল নিয়ে এসে কুমকুমের টাকায় তৈরি নির্মাণাধীন ঘরের দেওয়াল ভেঙ্গে ফেলে। এসময় কুমকুম মাতুব্বার দেওয়াল ভাঙ্গা বাধা দেয়। এতে উভয়ের মধ্যে টান টান উত্তেজনা দেখা যায়। সালথা থানা পুলিশ ঘটনাস্থলে এসে উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এঘটনার পর কুমকুম ও তার নাতী বিপ্লবের পরিবারকে হয়রানি করার জন্য মিথ্যা অপপ্রচার চালায়। বিপ্লবের পরিবারের মতো এতো নম্র-ভদ্র পরিবার ঐ গ্রামের আর দু-একজন নেই বল্লেই চলে।
কুমকুম মাতুব্বার বলেন, এক সাথে দুই ভাইয়ের জমিতে আমার ৫ শতাংশ রয়েছে। এছাড়া একই দাগে আমার ক্রয় আরো ৩ শতাংশ জমি আছে। যেহেতু এক দাগের জমি, ভাইয়ের ৫ শতাংশ বিক্রি করার আগে আমাকে জানানো উচিত ছিলো। এভাবে গোপনে সে জমি বিক্রি করতে পারে না। আমি নিরুপায় হয়ে এই বিক্রিত জমি ফেরত নিতে চাইলে ক্রেতা মিরাজুল জমিটির মুল্য ১৫ লক্ষ টাকা দাবী করা সত্বেও আমি তাতে রাজি হই। মিরাজ আমাকে জমি দিবে না বলে ফিরিয়ে দেয়। পরে আমার জমিতে নির্মাণাধীন ঘরের দেওয়াল মিরাজুল তার লোকজন নিয়ে ভেঙ্গে ফেলে। এসময় আমি বাধা দিয়ে ছিলাম।
বিপ্লবের বাবা বাচ্চু মাতুব্বার সহ স্থানীয় যুবলীগ নেতা ওহিদুজ্জামান, রাজেক জমাদ্দার, বিনয় ইন্দ্র, কানাই মাতুব্বার, দেলোয়ার মাতুব্বার, রতন সরকার, রিয়াজ সরকার, সঞ্জয় ইন্দ্রো, সামচুল হক সহ এলাকাবাসী জানান, মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এম.পির বডিগার্ড ও বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আয়মন আকবার বাবলু চৌধুরীর স্নেহভাজন বিপ্লব মাতুব্বারের পরিবারের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ তাদের স্বার্থ হাসিলের জন্য অপপ্রচার চালিয়েছে। যাহা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। উল্টে উক্ত জায়গাটি নিয়ে মান্নান মোল্যার ছেলে মিরাজ তালবাহানা ও ব্যবসা শুরু করেছে। কুমকুম ও আইয়ুব আলীর দূর্বলতার সুযোগ নিয়ে ভাই ভাইয়ের মধ্যে সংঘাত সৃষ্টির উদ্দেশ্যে কুমকুমকে না জানিয়ে জমিটি রেজিষ্ট্রি করে নেয়। সেনাবাহিনীর সদস্য মিরাজুল সহজ-সরল পরিবারকে ভয়ভীতি দেখিয়ে কোন ঠাসা করে রাখার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবী এটা অন্যায়।