জেটিভিতে সংবাদের পর তাহেরার পাশে লক্ষীপুর প্রবাসী যুবলীগ
রুবেল হোসেন,লক্ষীপুর: লক্ষীপুরের হত-দরিদ্র ৬ কন্যা সন্তানের জননী ও স্বামী হারা তাহেরা খাতুনের কাহিনী নিয়ে জনপ্রিয় অনলাইন-টেলিভিশন “জেটিভি”তে প্রতিবেদন প্রচারের পর সহযোগীতার হাত বাড়িয়ে দেন দেশ-বিদেশসহ বিভিন্ন সংগঠনের লোকজন।
এদিকে আজ বুধবার সন্ধ্যায় লক্ষীপুর প্রবাসী যুবলীগের পক্ষ থেকে নগদ ৬০ হাজার টাকা ও আত্মকর্মস্থানের জন্য ২টি সেলাই মেশিন তাহেরা খাতুনকে দেওয়া হয়। এ অনুদান অনুষ্ঠানিক ভাবে তাহেরা খাতুনের হাতে তুলে দেন জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু।
এর আগে এ প্রতিবেদন প্রকাশের পর তাহেরা খাতুনের বাড়িতে ছুটে যান সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান। তিনি তাহেরার পরিবারের পুনর্বাসনের জন্য ঢেউটিন ও নগদ অর্থ অনুদান প্রদান করেন।
স্থানীয়দের মুখে-মুখে ছড়িয়ে পড়েছে এ মহান বিজয় মাসে তাহেরা খাতুনের ঘর হবে লাল-সবুজের ।