অজগরের আয়েশি ক্যাঙারু ভোজন!

রকমারি ডেস্ক:
ছেলেবেলায় আমরা অনেক রূপকথার গল্প শুনেছি। শুনেছি তেপান্তরের মাঠ, যেখানে অপেক্ষা করছে এক বড় অজগর সাপ তার কথা। যে সেখানে পৌঁছানো মাত্রই গপাগপ করে খেয়ে ফেলছে সবাইকে। বাস্তবেও কি এমনটা হয়? অজগর কি তার শিকারকে আস্ত গিলে ফেলতে পারে? হ্যাঁ, অজগর তার শিকারকে আস্ত গিলে ফেলতে পারে। প্রথমে সে ওঁৎ পেতে থাকে, শিকার কাছাকাছি এলেই তাকে পেঁচিয়ে ধরে নিজের কাছে নিয়ে আসে। শিকার দুর্বল হয়ে এলেই বাড়িয়ে দেয় তার চোয়াল। সাপের শরীর এলাস্টিকের মতো। তাই শিকারকে ভেতরে নেওয়ার সময় সাপের পাকস্থলি আকারে বাড়তে থাকে।

Comments (0)
Add Comment