যারা পদকের জন্য মনোনীত হয়েছেন তারা হলেন : শিক্ষায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. নজরুল ইসলাম খান, সমাজ উন্নয়নে এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মো. আব্দুল মজিদ, জাতীয় অবকাঠামো উন্নয়নে প্রকৌশলী মো. হাফিজুর রহমান মুন্সী (টিপু), সাংবাদিকতায় প্রথম আলো কলকাতা প্রতিনিধি অমর সাহা, আইন পেশায় ফিন্যান্স কমিটি বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট স ম রেজাউল করিম, মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা শ্রী অমুল্য মোহন সরকার, সমাজসেবায় আলহাজ মো. নাজিম উদ্দিন ও ওয়াহিদুল হাসান মিল্টন, সাহিত্যে সুলতানা রাজিয়া রেজনু খান ও জেসমিন আখতার এবং গবেষণায় আবদুল মন্নান। শিগগিরই এক অনুষ্ঠানের মাধ্যমে এ পদক প্রদান করা হবে।