অদ্ভুত এক অভিজ্ঞতার মুখোমুখি বিপাশা বসুর নিরাপত্তায় ৮০ জন পুলিশ!

বিনোদন ডেস্ক:
দীর্ঘদিন পর মুক্তি পেতে যাচ্ছে বলিউডের অভিনেত্রী বিপাশা বসু অভিনীত নতুন ছবি ক্রিয়েটর থ্রিডি। এটি ভাট প্রোডাকশনের প্রথম থ্রিডি সায়েন্স ফিকশন। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বিপাশা। তার বিপরীতে রয়েছেন তরুণ অভিনেতা ইমরান আব্বাস। ছবিটি চলতি মাসের ১২ তারিখ মুক্তি পাবে। পরিচালক বিক্রম ভাটের মতে, বিপাশা এখন পর্যন্ত সবচেয়ে ভাল পারফরমেন্স দেখিয়েছেন এ ছবিতে। ছবিটি নিয়ে দারুণ আশাবাদী খোদ বিপাশাও। ধারণা করা হচ্ছে, ছবিটি মুক্তি পেলে অভিনেত্রী হিসেবে নিজেকে আরও এক ধাপ উচ্চতায় নিয়ে যাবেন বিপাশা। সবমিলিয়ে ছবিটি নিয়ে দৌঁড়ঝাপও কম করছেন না এই আলোচিত অভিনেত্রী। সম্প্রতি ছবিটির প্রচারণায় গিয়ে অদ্ভুত এক অভিজ্ঞতার মুখোমুখি হয়ছেন বিপাশা। ‘ক্রিয়েটর থ্রিডি’ ছবির প্রচারণায় গিয়েছিলেন ছত্রিশগড়ের রায়পুরে। আগে থেকেই বলা হয়েছিলো এখানে বিপাশাকে অতিরিক্ত নিরাপত্তা দেয়া হবে। তাই বলে ৮০ জন পুলিশ সদস্য! বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। প্রচারণার সময় বিপাশার আশপাশে ৮০ জন পুলিশ মোতায়েন ছিল। তার মধ্যে আবার ১০ জন ছিলেন ক্রাইম ব্রাঞ্চের অফিসার। বিপাশাকে রায়পুরে নেয়ার সময় নিরাপত্তা বাহিনীর বিশাল একটি গাড়িবহর ছিল। সবমিলিয়ে বিষয়টিকে ফিল্মিই মনে হচ্ছিল। এতোসব আয়োজন দেখে চমকেছেন বিপাশাও। তিনি এর অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, ৮০ জন পুলিশ অফিসার সঙ্গে থাকলে স্বাভাবিকভাবেই নিজেকে অনেক বড় কিছু মনে হয়। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না। ছবিতে এরকম দৃশ্য অনেকবার অভিনয় করেছি। কিন্তু বাস্তব অভিজ্ঞতা এই প্রথম। সফরটি আমি বেশ উপভোগ করেছি।

 

 

Comments (0)
Add Comment