অপূর্বর স্ত্রী মৌসুমী হামিদ শিকার!


বিনোদন ডেস্ক:
বহুজাতিক প্রতিষ্ঠানে সহকর্মীদের মধ্যে কতো কিছুই না ঘটে। কখনও কখনও পদোন্নতির জন্য নিজের স্ত্রীকেও জলাঞ্জলি দিতে দেখা যায় অনেককে। একে অন্যের শিকার হন প্রায়ই। এমনই একটি কাহিনী নিয়ে তৈরি হয়েছে নাটক ‘শিকার’। নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব, মম, মৌসুমী হামিদ ও জনি। গল্পে অপূর্বর স্ত্রী হিসেবে দেখা যাবে মৌসুমী হামিদকে। এক সময় জনিকে খুশি করার জন্য তাকে সুন্দরী মেয়ে মমর সঙ্গে পরিচয় করিয়ে দেয় অপূর্ব। কিন্তু জনি প্রথমে তাকে অফিস সহকারী করলেও মমকে বিয়ে করে ফেলে। এক পর্যায়ে জানা যায়, অপূর্বের স্ত্রী মৌসুমীও জনির পুরনো প্রেমিকা। এসব জেনে মম নানা কারণে অপূর্বের পরামর্শে জনিকে খুন করতে বলে। কিন্তু ঘটনা মোড় নেয় অন্যদিকে। নাটকটি লিখেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনা করেছেন বিইউ শুভ। এরই মধ্যে ঢাকার বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ হয়ে গেছে। আগামী কোরবানির ঈদে এটিএন বাংলায় প্রচার হবে ‘শিকার’।

Comments (0)
Add Comment