অবনমন ঘটল সাকিবের

স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপের আসরের মধ্যেই দুঃসংবাদ সাকিব আল হাসান ও তার সমর্থকদের জন্য। বছরের একমাস যেতে না যেতেই অলরাউন্ডারের শীর্ষস্থান হারিয়েছেন তিনি। বিশ্বকাপের আসরে দারুণ পারফর্মেন্সের সুবাদে সাকিবকে পিছনে ফেলে শীর্ষে উঠেছেন লঙ্কান ব্যাটসম্যান তিলকারত্নে দিলশান। দীর্ঘদিন ধরেইর্ যাংকিংয়ে সবার আগে ছিলেন সাকিব। কিন্তু বিশ্বকাপে একটু পিছিয়ে পড়ার সঙ্গে সঙ্গে শীর্ষস্থান থেকে ছিটকে পড়েন তিনি। একধাপ পিছিয়ে এখন তিনি অবস্থান করছেন দ্বিতীয় স্থানে। অন্যদিকে তালিকার চতুর্থস্থানে থাকা দিলশান তিনধাপ এগিয়ে সাকিবের জায়গা দখল করেছেন। মূলত চলতি বিশ্বকাপে তার নজরকাড়া ফর্মই তাকে সবার উপর নিয়ে যাওয়ার ক্ষেত্রে পথিকৃৎ হিসেবে কাজ করেছে। রেটিং পয়েন্টের দিক দিয়ে দিলশানের চাইতে ১০ ধাপ পিছিয়ে পড়েছেন সাকিব। যেখানে দিলশান অর্জন করেছেন ৪০৯, সেখানে সাকিব পেয়েছেন ৩৯৯। উল্লেখ্য,র্ যাংকিংয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে লঙ্কান অধিনায়ক এঞ্জেলো ম্যাথুস(৩৯৪), পাকিস্তানের মোহাম্মদ হাফিজ(৩৮৪) এবং শহিদ আফ্রিদি(৩২৮)।

Comments (0)
Add Comment