অবরোধের প্রথম দিনে সিলেটে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ

সিলেট প্রতিনিধি:
বিএনপির ডাকা অবরোধের মধ্যে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে দলটির সহযোগী সংগঠন ছাত্রদলের কর্মীরা। দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, গত কাল সকাল ১১টার দিকে তেলিবাজারে এ ঘটনার পর কাঁদুনে গ্যাস ও শটগানের গুলি ছুড়ে পুলিশ অবরোধকারীদের সরিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রদলকর্মীরা সকালে ওই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে জড়ো হয়ে অবরোধের চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া করলে তারা পুলিশের দিকে ঢিল ছোড়ে। এতে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়ে যায়। এ সময় অন্তত পাঁচজন আহত হন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর আগে সকাল সোয়া ৮ টার দিকে নগরীর বাবনা পয়েন্টে মিছিল করে স্বেচ্ছাসেবক দল।
সকাল সাড়ে ৯টার দিকে শহরের লাউয়াই এলাকায় দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি মিছিলের চেষ্টা করলে পুলিশের ধাওয়ায় তা পণ্ড হয়ে যায়। সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কে হালকা যান চলতে দেখা গেছে। চলছে অভ্যন্তরীণ রুটের বাহনগুলোও। তবে সিলেট থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। সিলেট স্টেশন থেকে সকালের ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে গেছে বলে স্টেশনের ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক জানিয়েছেন। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ জানান, অবরোধকে কেন্দ্র করে সিলেটের আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। নগরীর সবকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। সেইসঙ্গে বিজিবি ও র‌্যাবের টহলও রয়েছে।

Comments (0)
Add Comment