অবশেষে বহি®কৃত হলেন সাংবাদিক সুমন

হালুয়াঘাট প্রতিনিধি:
ময়মনসিংহের হালুয়াঘাট প্রেসক্লাবের সদস্য ওমর ফারুক সুমনকে সংগঠন বিরোধী কার্যকলাপ ও চাঁদাবাজির অভিযোগসহ বিভিন্ন অনৈতিক, অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ৭, ১৪ ও ২১ জুন ২০১৪ ইং তারিখ পর্যন্ত কেন তাকে বহিষ্কার করা হবে না” মর্মে পর পর তিনটি নোটিশ করার পরও “সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত পত্রের কোন জবাব না দেয়ায় গত ৫ সেপ্টেম্বর প্রেসক্লাব কার্যালয়ে কার্যকরী সংসদের সভায় গঠনতন্ত্রের “ব্যবস্থা ও নিয়ন্ত্রণ” অধ্যায়ের ১৬ নং ধারা অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। উক্ত বহিষ্কার আদেশ গত ৭ সেপ্টেম্বর তার ঠিকানায় কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসে পাঠানো হয়েছে এবং সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদক মহোদ্বয়কে সুমনের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, গাজির ভিটা ইউনিয়নের আলোচিত সুমি ধর্ষণের ভিডিও ফুটেজ প্রকাশ করায় ধর্ষণের সহযোগিতা এবং তথ্যপ্রযুক্তি আইনে আদালতে মামলা দায়ের করে উক্ত মামলায় সে ২ নং আসামি, মামলা নং ৪৪৮/১৩ । এছাড়াও তার বিরুদ্ধে সাংবাদীকতাকে পুঁজি করে চাঁদাবাজীসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

Comments (0)
Add Comment