স্পোর্টস ডেস্ক:
১৯৬১ সাল থেকে ভারতের জাতীয় ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর অর্জুন অ্যাওয়ার্ড দেওয়া হয়। গত বছর এ খেতাবটি জিতেছিলেন ভিরাট কোহলি। এবার ভারতের রাষ্ট্রীয় পদক অর্জুন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। পদকের পাশাপাশি পুরস্কারের অর্থ হিসেবে ৫ লাখ রুপিও পাবেন তিনি। শুক্রবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করা হয়েছে। ৪৭তম ক্রিকেটার হিসেবে অশ্বিন জিতে নেন এই খেতাবটি। দলের সঙ্গে ইংল্যান্ডে অবস্থান করায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি ভারতের এই স্পিনার।