অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনির বেলমোরে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক বাংলাদেশি শিক্ষার্থী।

এবিসি নিউজের খবরে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৩টা ৪০ মিনিটে বেলমোরের ক্যান্টারবুরি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

হতাহত সবার বয়স ৩০ এর নিচে এবং তারা শিক্ষার্থী বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। তবে তাদের কারও নাম বা বাংলাদেশে তার ঠিকানা জানানো হয়নি। আহত ওই তরুণকে সেইন্ট জর্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে এবিসি নিউজের খবর।

Comments (0)
Add Comment