ফাহিমা খানম, নরসিংদী: নরসিংদী জেলা শহরের বানিয়াছল রেলওয়ে বটতলা বাজারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক বিশেষ অভিযান চালিয়ে আখাউড়ার খ্যাতনামা মাদক সম্রাট মোঃ ইমন মোল্লাকে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার করার সংবাদ পাওয়া গেছে। ৬ ডিসেম্বর বুধবার সকাল ৮.০০ টায় ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের নরসিংদী রেলস্টেশনে রাজধানী ঢাকা গামী একটি কমিউটার ডেমো ট্রেনে অবৈধ মাদক দ্রব্যসহ মাদক ব্যবসায়ী আসার গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার ড. সেলিম রেজার নেতৃত্বে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পরিদর্শক নাজমুল হোসেন খান, সহ উপ পরিদর্শক সেরাজুল ইসলাম, মোঃ জাকির হোসেন এবং সঙ্গীয় ফোর্স নিয়ে সফলভাবে বিশেষ অভিযানটি পরিচালিত হয়। কুমিলা থেকে ঢাকা গামী কমিউটার ডেমো ট্রেনটি আখাউড়া স্টেশনে পৌছলে স্থানীয় মৃত ইদ্রিস আলী মোলার পুত্র মাদক সম্রাট ইমন মোল্লাকে (২০) প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের ফেন্সিডিলের কার্টুন নিয়ে ট্রেন যোগে নরসিংদী রেলওয়ে স্টেশনে এসে নেমে গন্তব্যস্থলে পৌছার পূর্বেই স্টেশন সংলগ্ন বানিয়াছল বটতলা বাজার এলাকায় পৌছা মাত্রই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানটি পরিচালনাকালে মাদক ব্যবসায়ী ইমনকে ফেন্সিডিলের তিনটি কার্টুন সহ হাতে নাতে গ্রেফতার করে। আখাউড়া উপজেলার নূরপুর গ্রামের মৃত ইদ্রিস মোল্লার পুত্র মাদক ব্যবসায়ী ইমন মোল্লা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এ ব্যপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।