শনিবার পৃথক নোটিশগুলো দিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ।
রিটার্নিং কার্যালয় সূত্রে জানা যায়, জুম্মার নামাজের সময় গণসংযোগ করার কারণে সাঈদ খোকনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। সেই সঙ্গে আগামীকাল বিকেল ৩টার মধ্যে তাকে নিজে উপস্থিত হয়ে কারণদর্শাতেও বলা হয়েছে।
এছাড়া নির্দিষ্ট সময়ের আগে পোস্টার লাগানোর দায়ে সাইফুদ্দিন মিলনকে সতর্কতামূলক নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ।