আচরণবিধি লঙ্ঘন: খোকন ও সাইফুদ্দিনকে নোটিস

আসন্ন ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। একই কারণে নোটিশ দেয়া হয়েছে জাপা সমর্থিত মেয়রপ্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলনকেও।

শনিবার পৃথক নোটিশগুলো দিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ।

রিটার্নিং কার্যালয় সূত্রে জানা যায়, জুম্মার নামাজের সময় গণসংযোগ করার কারণে সাঈদ খোকনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। সেই সঙ্গে আগামীকাল বিকেল ৩টার মধ্যে তাকে নিজে উপস্থিত হয়ে কারণদর্শাতেও বলা হয়েছে।

এছাড়া নির্দিষ্ট সময়ের আগে পোস্টার লাগানোর দায়ে সাইফুদ্দিন মিলনকে সতর্কতামূলক নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ।

Comments (0)
Add Comment