আজমলকে ক্রিকেট বোর্ডের সাহায্য


স্পোর্টস ডেস্ক:
ক’দিন আগে বিধি মোতাবেক বোলিং না করার কারণে পাকিস্তানের স্পিনার সাঈদ আজমলকে নিষিদ্ধ বোলার হিসেবে ঘোষণা করেছে আইসিসি। তবে, তাকে খেলায় ফিরিয়ে আনার জন্য সাহায্য করার আশ্বাস দিয়েছিলেন আরেক পাকিস্তানি সাবেক স্পিনার সাকলাইন মোশতাক। পাকিস্তান বোর্ডও রাজি হয়েছে দলের সেরা বোলার আজমলকে সাহায্য করার জন্য সাকলাইনকে নিয়োগ দিতে। আর আজমলকে পরামর্শ দেওয়ার জন্য সাকলাইনকে পারিশ্রমিক হিসেবে প্রতি মাসে এক মিলিয়ন রুপি দিতে আগ্রহ প্রকাশ করেছে পিসিবি। পিসিবির এক সূত্র থেকে জানানো হয়, ‘আজমলকে বোলিং অ্যাকশন শুধরাতে সাকলাইন সাহায্য করবেন। আর এজন্য তাকে প্রতি মাসে এক মিলিয়ন রুপি দেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এরপর আজমলকে আবারো ব্রিসবেনে বায়োমেকানিক টেস্টে পাঠানো হবে।’ গত ২৫ অগস্ট, ব্রিসবেনে আইসিসি’র বিশেষজ্ঞ দলের সামনে বায়োমেকানিক টেস্টে নিজেকে প্রমান করতে ব্যর্থ হন আজমল। সেই টেস্টের পর তার কনুই নিয়ম অনুযায়ী ১৫ ডিগ্রির বেশি বেঁকে যাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত করা হয় আজমলকে।

Comments (0)
Add Comment