আজহার উদ্দিনের রেকর্ড স্পর্শ মহেন্দ্র সিং ধোনি!


স্পোর্টস ডেস্ক:
ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি অধিনায়ক মোহাম্মদ আজহার উদ্দিনের রেকর্ড স্পর্শ করেছেন মহেন্দ্র সিং ধোনি। ইংল্যান্ডের বিপক্ষে গত ম্যাচে জয় পাওয়ায় ধোনি এখন ৯০টি ওয়ানডে-জয়ী ম্যাচের অধিনায়ক। এই কৃতি গড়তে আজহারের লেগেছিল ৯ বছর, ১৭৪টি ম্যাচ। আর ধোনি এই কাজ করলেন ৭ বছরে। ১৬১ টি ম্যাচে। ভারতকে ১০০ ওয়ানডে জেতানোর নজিরবিহীন রেকর্ডও এখন ধরাছোঁয়ার মধ্যে চলে এল ধোনির। ইংল্যান্ডের বিরুদ্ধেও কাপ্তান হিসেবে ধোনির ওয়ানডে রেকর্ড এখন ঈর্ষণীয়। ২৪টি ম্যাচের মধ্যে ধোনি ১৬টিতেই জিতেছেন। হার পাঁচটায়। বাকি টাই অথবা পরিত্যক্ত। শনিবার ধোনি উইকেটকিপার হিসেবেও একটা রেকর্ড করে ফেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি স্টাম্পিংও (১৩১) এখন তাঁর নামের পাশে। কুমারা সাঙ্গাকারার দুটো কম। আর স্টাম্পিংয়ের রেকর্ড ছোঁয়ার ক্ষেত্রে সাঙ্গাকারার চেয়ে ম্যাচও কম খেলেছেন ধোনি। সাঙ্গাকারার ৫৬৩ ম্যাচ লেগেছে ১২৯ স্ট্যাম্পিং করতে। ধোনির লেগেছে ৩৮১ ম্যাচ।

Comments (0)
Add Comment