আত্রাই প্রতিনিধি, নওগাঁ:
নওগাঁর আত্রাইয়ে গুড়নই সিনিয়র (আলিম) মাদ্রাসার চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করা হয়েছে। গত শুক্রবার বিকাল ৫টায় উপজেলার গুড়নই সিনিয়র মাদ্রাসা কর্তৃক আয়োজিত ১ম তলা একাডেমিক ভবন ভিত্তি প্রস্তর স্থাপন ফলক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ জারজিজার রহমান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিত্তি প্রস্তর ফলক উন্মোচন করেন জাতীয় সংসদের নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মো. ইসরাফিল আলম। ফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের সভাপতি এমদাদুল হক পিন্টু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ, আত্রাই থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান, আত্রাই মডেল প্রেস ক্লাবের সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নিপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, প্রচার সম্পাদক মো. আফছার আলী প্রাং, আত্রাই উপজেলা শিক্ষা প্রকৌশলী নাজমুল হুদা, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মো. সখিমুদ্দিন প্রাং, সাইফুল ইসলাম, থানা ছাত্রলীগের সভাপতি আমিনুল মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, রবিউল ইসলাম চঞ্চল, সবুজ আলী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় সাংবাদিকগণ। জানা গেছে, তিন কক্ষ বিশিষ্ট এক তলা একাডেমিক ভবন নির্মাণে ব্যয় হবে ৬৪ লক্ষ টাকা। ভবনটি বাস্তবায়ন হচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে। ভবনটির নির্মাণ কাজ সমাপ্ত হলে প্রতিষ্ঠানের ১৫০ জন শিক্ষার্থী সুন্দর ও মনোরম পরিবেশে পাঠ গ্রহণের সুযোগ পাবে।