আবর্জনা ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানালেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন চেয়ারম্যান

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলম বলেন, ছাত্রীরা নিজ নিজ পরিবার ও প্রতিবেশীদের আবর্জনা ব্যবস্থাপনায় সচেতন করার দায়িত্ব নিতে হবে। আবর্জনা ডাস্টবিনে ও কন্টেইনারে ফেলা, নালা-নর্দমায় না ফেলা এবং পরিবেশ সুরক্ষায় ছাত্র-ছাত্রীরা প্রচার প্রচারণায় স¤পৃক্ত হলে চট্টগ্রাম একটি পরিচ্ছন্ন নগরীতে পরিণত হবে। গতকাল নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে আয়োজিত অপর্ণাচরণ সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ও কলেজের মেধা, সাহিত্য ও খেলাধুলা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মেয়র বলেন, বাঙালি গর্বিত জাতি। বিশ্ব দরবারে বাংলাদেশ আজ সম্মানের আসনে অধিষ্ঠিত। মেয়র ছাত্রীদের মেধা ও মননে উৎকর্ষতা অর্জন, সুশিক্ষা গ্রহণ, সৎ ও বিনয়ী হওয়ার পরামর্শ দেন। কাউন্সিলর এম এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলর রেহেনা বেগম রানু, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ, সচিব রশিদ আহমদ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়–য়া। এ সময় বার্ষিক প্রতিবেদন পেশ করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতা বেগম এবং স্বাগত বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষিকা সেলিনা খানম। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন মেয়র।

Comments (0)
Add Comment