রঙ্গমঞ্চ ডেস্ক:
মুম্বাই সিনেপাড়ার দুই খান-সালমান এবং শাহরুখের সম্পর্কের বরফ কি তবে সত্যিই গললো। সম্প্রতি সালমান জানালেন, তার অনুষ্ঠান ‘বিগ বস’ এর এবারের সিজনে নিজের সিনেমা ‘হ্যাপি নিউ ইয়ার’ এর প্রচার চালাতে আসবেন শাহরুখ। রিয়েলিটি শো ‘বিগ বস’ এর নতুন সিজন শুরু হচ্ছে এ মাসের শেষেই। জনপ্রিয় রিয়েলিটি শো হিসেবে হিন্দি সিনেমার প্রচার করার একটি ভাল প্ল্যাটফর্ম হিসেবেই ধরা হয় ‘বিগ বস’কে। যদিও আজ পর্যন্ত শোটির মঞ্চে শাহরুখকে দেখা যায়নি। সম্প্রতি ‘বিগ বস’ এর অষ্টম সিজনের এক সংবাদ সম্মেলনে এর উপস্থাপক সালমান জানান, ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার সব কলাকুশলী এখানে আসবেন তাদের সিনেমার প্রচার করতে। কেনই বা আসবেন না।” নিজেদের ঠাণ্ডা লড়াইয়ের জন্য বরাবরই শিরোনাম হয়ে থাকেন শাহরুখ-সালমান। এই দুই সুপারস্টারের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে গুঞ্জন শোনা যায় সবসময়। তবে গত কয়েক বছরে নিজেদের দূরত্ব যেন অনেকটাই কমিয়ে এনেছেন তারা দুই খানের মধ্যে মনোমালিন্য শুরু হয় ২০০৭ সালে, সালমানের সে সময়ের প্রেমিকা ক্যাটরিনা কাইফের জন্মদিনের উৎসবে। যা গড়ায় ২০১৩ সাল পর্যন্ত। এরপর কখনও ইফতারের পার্টিতে কোলাকুলি, কখনও একে অপরের সিনেমার প্রশংসা করতে দেখা গেছে তাদের।