মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ:
ঝিনাইদহে আবারো ভূমিকম্প অনুভুত হয়েছে। মঙ্গলবার দুপুর ১ টা ৯ মিনিটে ভুমিকম্প শুরু হয়। এই ভূমিকম্প প্রায় ৪০ সেকেন্ড স্থায়ী হয় বলে ধারণ করা হচ্ছে। তবে এতে জেলার কোথাও দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। ভূকম্প চলাকালীন সময়ে মানুষ আতংকিত হয়ে দিগবিগিদ ছোটাছুটি করে। ঘর-বাড়ী, দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে সবাই রাস্তায় নেমে আসে। এ ব্যাপারে ঝিনাইদহের জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম বলেন, ভূমিকম্প হয়েছে তবে কোন প্রকার ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়নি।