মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র ম্যারি হার্ফ নওয়াজ শরিফকে সমর্থন প্রসঙ্গে বলেছেন, হ্যাঁ, আমরা এখনো করি। তিনি (নওয়াজ শরিফ) নির্বাচিত নেতা।
তিনি আরো বলেন, আমরা এটা বারবারই বলেছি এবং ইসলামাবাদে বিক্ষোভের ঘটনাপ্রবাহ আমরা সতর্কভাবে পর্যবেক্ষণ করছি।
হার্ফ বলেন, আমরা বরাবর বলেছি আমেরিকা সংলাপের মাধ্যমে সব দলকে তাদের বিরোধসমূহ নিরসনে উৎসাহিত করে। কিন্তু, গণতান্ত্রিক ব্যবস্থায় সংবিধান-বহির্ভূত পরিবর্তনের যেকোনো প্রচেষ্টার বিরোধী আমেরিকা।
২০১৩ সালে নির্বাচনে কারচুপির আশ্রয় নিয়ে নওয়াজ শরিফ ক্ষমতায় এসেছিলেন, এমন অভিযোগের ব্যাপারে হার্ফ বলেন, আমরা বলেছি নওয়াজ শরিফ পাকিস্তানের নির্বাচিত নেতা।
এদিকে নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে ইমরান খান ও তাহিরুল কাদরি তাদের বিক্ষোভ অব্যাহত রেখেছেন। গত ১৪ আগস্ট থেকে তারা এ আন্দোলন শুরু করেন।