আলফাডাঙ্গার এ,জেড হেমায়েত বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন

মোঃ শাহারিয়ার হোসেন,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ আলফাডাঙ্গা এ,জেড হেমায়েত বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগীতা গতকাল মঙ্গবার বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়াইচ ইউপি চেয়ারম্যান আ.ওহাব পান্নুমিয়া। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জোনের (এস আই) জামালউদ্দিন ও এসএমএ আহাদ ডিগ্রীকলেজ এর ইংরেজী বিভাগের প্রভাষক মো.আইয়ুব হুসাইন বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ ও অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এ,জেড হেমায়েত হোসেন। হেলেঞ্চা উচ্চবিদ্যালয়ের (বিএসসি) শি∂ক মোঃ আলমগীর হোসেন এর পরিচালনায় অন্যান্য’দের মধ্যে উপস্থিত ছিলেন আজিবন দাতা সদস্য বেগম নুরজাহান পারভীন,বাংলাদেশ প্রাথমিক শি∂ক সমিতি উপজেলা শাখার (সাবেক) সা. সম্পাদক সৈয়দ সিফায়েত আলী,সাংবাদিক খান আসাদুজ্জামান টুনু,ও এসএম কোবাদ হোসেন প্রমুখ।সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শি∂ক ডাঃ সুলতানা

Comments (0)
Add Comment