মোঃ শাহরিয়ার হোসেন,আলফাডাঙ্গা ফরিদপুর প্রতিনিধিঃ “আসুন সবাই মিলে শীততার্থদের পাশে দাড়াই” এ শে−াগানকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গার বানা ইউনিয়নের গরানিয়ার দক্ষিন শির গ্রামে অবস্থিত মাসুদা ডেইরী নিউট্রিশন এর আয়োজনে হেলথ এন্ড এডুকেশন ফর দি আন্ডার পিভিলাইজ্ড পিপল (হেলপ) ঢাকা বাংলাদেশ এর সৌজন্যে অসহায়,গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল২১জানুয়ারী শনিবার সকাল ১০টায় মাসুদা ডেইরী ফার্মে প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা পরিচালক ইমাম হাসান মিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানঅতিথী হিসেবে উপস্থিত ছিলেন বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদী হুমায়ুন কবির (বাবু)। এ সময় হেল্প এর পরিচালক বিথীকা বিশ্বাস উপস্থিত ছিলেন। অন্যান্য’র মধ্যে উপস্থিত ছিলেন বানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী হারুন-অর রশিদ(টুনু), কোবিকো লিঃ এর জেনারেল ম্যানেজার অশক কুমার বিশ্বাস,আলফাডাঙ্গা থানার এস,আই মোঃ সিরাজুল ইসলাম ও এস আই মাসুরুল আলম প্রমুখ।
প্রতিষ্ঠানটির ব্যাবস্থাপনা পরিচালক জানান ১হাজার জন শীতার্থ ব্যক্তিকে
এ সহয়তা দেয়া হয়েছে।